ত্রাণের দাবিতে রাজশাহীতে হাজারও মানুষের বিক্ষোভ
রাজশাহী মহানগরীর কেদুর মোড়ে ত্রাণের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। সোমবার সকালে মহানগরীর কেদুর মোড় বাজে কাজলা এলাকার কয়েক হাজার মানুষ খণ্ড খণ্ডভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
বিক্ষোভকারীরা জানান, বাজে কাজলার এলাকার সব মানুষই অতি দরিদ্র ও নিম্নবিত্ত। তারা সবাই রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মেয়েরা বাসাবাড়িতে কাজ করেন। এখন সব কাজ বন্ধ। বাসাবাড়িতে কোনো খাবারও নাই। এলাকার কয়েক হাজার মানুষ কোনো ত্রাণ পাননি। কোনো কাজকর্মও নেই। যানবাহন চালানো বন্ধ। খাবার না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
একজন বিক্ষোভকারী জানান, তাদের পরিবারের পাঁচজন সদস্য। কোনো ত্রাণ পাননি। ত্রাণ না পেয়ে তারা খুবই মানববেতর জীবন যাপন করছেন। না খেয়ে আছেন। আমরা করোনায় মরলে মরবো, কিন্তু না খেয়ে মরবো না।
আরেকজন বিক্ষোভকারী জানান, আমাদের অটোরিকশা চালানো বন্ধ। কোনো কাজকাম নাই। খাব কি। কোনো ত্রাণও পায়নি। কাউন্সিলর শুধু চেনা চেনা লোককে ত্রাণ দিয়েছেন। নদীর ধারে বাজে কাজলা এলাকার কোনো মানুষ ত্রাণ পাননি।
আরএমপির বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করছিলেন মানুষজন। আমরা গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি।