দ্বিগুণ দাম দিয়েও নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যাচ্ছে না: ব্যবসায়ী নেতারা
দ্বিগুণ মূল্য পরিশোধ করেও শিল্প কারখানায় প্রতিশ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা।
রোববার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে হা-মিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, "দ্বিগুণ মূল্য পরিশোধ করেও আমরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছি না।"
তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বেশিরভাগ কারখানার কাজের অর্ডার নেই। ক্রেতাদের মতে আগামী ডিসেম্বর পর্যন্ত এ অবস্থা চলতে পারে। তাই ভবিষ্যতে যে পরিস্থিতির উন্নতি হবে এমন কোনো লক্ষণও নেই।
"এই চ্যালেঞ্জগুলোর কারণে আমরা উৎপাদন চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি," বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, "আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ পাওয়ার শর্তে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিলাম। সরকার তা নির্ধারণ করে ৩০ টাকা। কিন্তু এরপরও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে না, যা শিল্পের জন্য আত্মঘাতী।"
বিশেষ করে গ্যাসভিত্তিক রপ্তানিমুখী শিল্পগুলো যদি সহজলভ্য গ্যাস সরবরাহ না পায় তাহলে তারা আত্মঘাতী পরিস্থিতির সম্মুখীন হবে বলে মনে করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি মন্ত্রীকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অনুরোধ জানান।
"বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে, অনেক ব্যবসা চীন থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে।এক্ষেত্রে আরো প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা সেই সুযোগটিকে পুঁজি করতে চাই," তিনি বলেন।
জসিম উদ্দিন আরও বলেন, উদ্যোক্তারা আগে যেসব সুবিধা পেতেন তার অনেক সুবিধাই এখন আর পাচ্ছেন না।
তিনি বলেন, বর্তমান গ্যাসের দাম এখন আন্তর্জাতিক বাজার মূল্যের কাছাকাছি।
এই বছরের ফেব্রুয়ারিতে শিল্প খাতে গ্যাসের দাম ১৭৯% পর্যন্ত বাড়িয়েছে সরকার।