কিছুটা কমেছে রাজধানীর তাপমাত্রা
দুইদিনের রেকর্ড তাপমাত্রার পর মঙ্গলবার রাজধানী ঢাকার তাপমাত্রা নেমেছে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াসে।
গত রোববার (১৬ এপ্রিল) গত কয়েক দশকের মধ্যে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন শনিবার (১৫ এপ্রিল) গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ ৪০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তাপমাত্রা।
মঙ্গলবার প্রকাশিত আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে শুক্রবারের আগে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে গতকাল চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে যাওয়ার পর আজ মঙ্গলবারও দেশের উষ্ণতম স্থানের শীর্ষে রয়েছে ঈশ্বরদী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঈশ্বরদীতে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।
অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিককালে দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ তাপমাত্রা।
অন্যদিকে গত দুই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা থাকা চুয়াডাঙ্গায় আজ ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বদলগাছিতে, এরপরই দিনাজপুরে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।