এসএসসি পরীক্ষা সামনে রেখে ২৬ এপ্রিল থেকে কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আগামীকাল (২৬ এপ্রিল) থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ৩০ এপ্রিল থেকে।
বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, "নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।"
দীপু মনি বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা দিবে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।
তিনি বলেন, প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোভিড-১৯ এর কারণে গত বছরের মতো সময়মতো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।