জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন শাহজালাল বলী, রানার্সআপ জীবন বলী
জব্বারের বলীখেলার ১১৪তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা মোহাম্মদ শাহজালাল বলী। তিন দফায় দেড় ঘণ্টার খেলায় কক্সবাজারের চকরিয়ার জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এর আগে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলেন জীবন বলী ও রানার্সআপ হয়েছিলেন শাহজালাল বলী।
মঙ্গলবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত খেলায় রেফারি আবদুল মালেক চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে শাহজালাল বলী বলেন, 'আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। গতবারও আমি খেলেছিলাম। এবার অনেক পরিশ্রমের ফল পেয়েছি।'
বিকাল ৩টায় শতবর্ষী বলী খেলার এবারের আসর শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে খেলা শুরু হয় বিকাল ৪টায়। এবারের খেলায় ৬০ জন বলী রেজিস্ট্রেশন করেন। দুপুর থেকেই বলী খেলা দেখতে লোকসমাগম হতে শুরু করে। বলী খেলায় তরুণ থেকে শুরু করে ৭০ বছর বয়সী বৃদ্ধ বলীও অংশ নিয়েছেন।
বলী খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুর ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ সেকেন্ডের লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হন সৃজন বলী।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হন গতবারের রানারআপ কুমিল্লার শাহ জালাল বলী। দুজনের এ লড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড। এতে শাহজালাল বলীর কাছে পরাজিত হন আব্দুন নুর বলী।
সেমিফাইনালে ক্লান্ত হয়ে পড়া জীবন বলী ফাইনালে শাহজালালের সঙ্গে প্রায় আড়াই মিনিট লড়াই করেন। এক পর্যায়ে নিজেই খেলা থামিয়ে শাহজালাল বলীর হাত উঁচিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করেন জীবন।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার। ধারাবাহিকভাবে শত বছর পেরিয়ে বর্তমানে দেশের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী লোকজ উৎসবেই শুধু পরিণত হয়নি এই খেলা, ঠাঁই করে নিয়েছে ইতিহাসেও।