জুন নাগাদ আইএমএফ নির্ধারিত রিজার্ভ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানোর আশা বাংলাদেশ ব্যাংকের
আগামী জুনের শেষদিকে বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) রিজার্ভ লক্ষ্যমাত্রার এ শর্ত দিয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) আইএমএফ নির্ধারিত সময়ের মধ্যে রিজার্ভ লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, 'এখন মাত্র এপ্রিল চলছে। সামনে আরো সময় আছে। এই মূহুর্তে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না'।
আইএমএফ এর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে আসার পর মুখপাত্র একথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশের (গ্রস) রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের বেশি। সামনে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)- এর একটা পেমেন্ট আছে, এছাড়া জুনের আগে আর বড় ধরনের কোনো পেমেন্ট নেই'।
সামনে দেশে আরো ডলার আসবে এমন ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি, জুন শেষে রিজার্ভ (আইএমএফ এর লক্ষ্যমাত্রার) কাছাকাছি হয়তো থাকবে।
গত মার্চের জন্য রিজার্ভ লক্ষ্যমাত্রা ২২.৯৪৭ বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল আইএমএফ, যা বাংলাদেশ পূরণ করতে পারে। ঋণদাতা সংস্থাটি জুন নাগাদ ২৪.৪৬২ বিলিয়ন ডলার, সেপ্টেম্বর নাগাদ ২৫.৩১৬ বিলিয়ন এবং ডিসেম্বরের জন্য ২৬.৪১১ বিলিয়ন ডলারের রিজার্ভ লক্ষ্যমাত্রা দিয়েছে।
তিনি আরো বলেন, জুলাই থেকে BPM6 অনুযায়ী রিজার্ভ (নেট রিজার্ভ) গণনা করা হবে, পাশাপাশি গ্রস রিজার্ভের হিসাবও দেওয়া হবে।
আইএমএফ প্রতিনিধি দলের চলমান সফরের সঙ্গে ঋণচুক্তির কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন মেজবাউল হক।