অলিম্পিকে টি-১০ ক্রিকেট চান ইংলিশ অধিনায়ক
অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির আলোচনা বহুদিনের। 'গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জন্য অনেক আগে থেকেই চেষ্টা করে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য বিবেচনায় ইভেন্টের দৌড়ে বারবার পিঁছিয়ে পড়ে ক্রিকেট।
দৈর্ঘ্য কমিয়ে ক্রিকেটকে অলিম্পিকে যোগ করা যেতে পারে বলে মনে করেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান। সময়ের কথা বিবেচনা করে টি-১০ ক্রিকেটকে অলিম্পিকে সংযুক্ত করার পক্ষে বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
অলিম্পিকের জন্য টি-১০ আদর্শ ফরম্যাট, এমনই বিশ্বাস মরগানের। তার মতে অলিম্পিকে এই ফরম্যাটে ক্রিকেট আয়োজন করলে ১০ দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করা সম্ভব।
১৯৯০ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়। সেই আসরে ফ্রান্সকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সোনা জেতে গ্রেট ব্রিটেন। ১৯৯৮ কমনওয়েলথ গেমসে ৫০ ওভারের টুর্নামেন্টে সোনা জেতে দক্ষিণ আফ্রিকা।
২০২২ সালে বার্মিংহামে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। এই আসরে নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকবে। তবে মরগান মনে করেন, টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টি-১০ অন্তর্ভুক্ত করাই সেরা সিদ্ধান্ত হবে। যা অলিম্পিকের পাশাপাশি কমনওয়েথ গেমসেও যোগ করা যেতে পারে।
এক ভিডিও কনফারেন্সে ইংলিশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, 'এখানে একটি ব্যাপার হচ্ছে, অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে তিন ফরম্যাটের যে কোনোটার চেয়ে টি-১০ বেশি আকর্ষণীয় হবে। এখানে দারুণ একটি ব্যাপার আছে, আপনি মাত্র ১০ দিনেই টুর্নামেন্ট শেষ করে ফেলতে পারবেন।'
আবুধাবি টি-১০ লিগে দিল্লি বুলসের অধিনায়ক ছিলেন ৩৩ বছর বয়সী মরগান। এ জাতীয় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থাকায় মরগানের বিশ্বাস, অলিম্পিকে টি-১০ যোগ করা হলে ব্যাপারটি দারুণ হবে।
ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানো মরগান বলেন, 'আপনি যখন আট-দশ দিনের মধ্যে কোনও ক্রিকেট টুর্নামেন্ট খেলতে পারেন, তখন তা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। এবং টুর্নামেন্টটি দারুণ বিনোদনমূলকও হবে।'
এরআগে আইসিসি জানিয়েছিল, অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা চালু রেখেছে তারা। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।