অমর্ত্য সেনকে উচ্ছেদে বিশ্বভারতীর দেওয়া নোটিশে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
নিম্ন আদালতে শুনানি না হওয়া পর্যন্ত বিতর্কিত ১৩ ডেসিমাল (৫ হাজার ৬০০ বর্গ ফুট) জায়গা নিয়ে কোনও পদক্ষেপ নিতে পারবে না বিশ্বভারতী। আজ বৃহস্পতিবার (৪ মে) এ আদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাসরঞ্জন দে-র একক বেঞ্চ। ইতঃপূর্বে ওই জমি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমন কী নোটিশের সময়সীমা পেরিয়ে গেলে সশস্ত্র পুলিশ নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ উচ্ছেদ করতে যাবে, তাও নোটিশে জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই নোটিশেই স্থগিতাদেশ দেন আদালত।
আগামী বুধবার নিম্ন আদালতে এই মামলার শুনানি রয়েছে।
দিন কয়েক আগেই অমর্ত্য সেনকে পৈতৃক বাড়ির ১৩ ডেসিমাল (৫ হাজার ৬০০ বর্গ ফুট) জায়গা খালি করে দেওয়ার জন্য উচ্ছেদের নোটিশ দেয় বিশ্বভারতী। ৬ মে মধ্যে খালি করে দেওয়ার কথা বলা হয়। এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন নোবেলজয়ী। আর্জি জানানো হয় জরুরি ভিত্তিতে শুনানির জন্য। বৃহস্পতিবার সকালে উচ্ছেদের ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি।
প্রসঙ্গত, এর আগে এই জমি বিতর্ককে কেন্দ্র করে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন অমর্ত্য। কিন্তু, বিশ্বভারতী জমি খালি করার জন্য সময় বেঁধে দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন অমর্ত্য সেন। আবেদনে তিনি জানান, ৬ মের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁর জমি কেড়ে নিতে পারে।