দেশের বক্স অফিস কাঁপাতে আসছে ‘পাঠান’, বিক্রি হয়ে যাচ্ছে অগ্রিম সব টিকিট
বহু জল্পনা-কল্পনার পর বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে ভারতের ব্লকবাস্টার সিনেমা 'পাঠান'। আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান-দীপিকা পাডুকোন অভিনীত সিনেমাটি। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটির অগ্রিম প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।
বাংলাদেশে শাহরুখকে নিয়ে উন্মাদনা ভারতের চেয়ে কম নয়। দেশজুড়ে ছড়িয়ে আছে অভিনেতার কোটি কোটি ভক্ত। এবার দেশের হলে বসেই কিং খানের সিনেমা দেখার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দর্শকের।
দেশের হলগুলোতে সবসময়ই হিন্দি সিনেমার চাহিদা ছিল। আর শাহরুখের ছবি হলে তো কথাই নেই! পাঁচ বছর পর 'পাঠান' ছবিটি দিয়ে কামব্যাক করেছেন বলিউড বাদশাহ। তাই বাংলাদেশি দর্শকদের মধ্যেও শুরু থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল।
গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটি রূপিরও বেশি ব্যবসা করেছে 'পাঠান'। এবার বাংলাদেশেও ছবিটি হিট হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশের ৩৮টি সিনেমা হলে মুক্তি পাবে 'পাঠান'।
ই-টিকিটিং সিস্টেমের মাধ্যমে জানা যাবে কতগুলো টিকিট বিক্রি হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ৭ মে অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর থেকে অনেকগুলো শো-এর সব টিকিট বিক্রি হয়ে গেছে।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবি ভারতসহ বিশ্বের একাধিক দেশে মুক্তি পায় গত ২৫ জানুয়ারি। কিন্তু বাংলাদেশে এটির আগমনে দেরি হওয়ার বেশকিছু কারণ রয়েছে। নানা বিতর্ক ও বিরোধী মতের কারণে বারবার পিছিয়েছে এদেশে ছবিটি মুক্তির তারিখ।
শুরুতে জানা গিয়েছিল গতকাল (৫ মে) মুক্তি পাবে 'পাঠান'। কিন্তু সেন্সর সার্টিফিকেট হাতে আসতে দেরি হওয়ায় এবং ঈদে মুক্তি পাওয়া দেশীয় সিনেমাগুলোর কথা ভেবে এক সপ্তাহ পেছানো হয়েছে সিনেমাটির মুক্তি।
সাফটা চুক্তির আওতায় গত ১১ এপ্রিল পাঁচটি শর্ত মেনে দুই বছরের জন্য ১৮টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রেক্ষিতেই প্রথম হিন্দি সিনেমা হিসাবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা-জন আব্রাহাম অভিনীত 'পাঠান'।
'পাঠান' মুক্তি পাওয়ার মাধ্যমে আট বছর পর কোনো হিন্দি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। তাই ছবিটি নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্ট সকলে। বাংলাদেশে শাহরুখের সিনেমাটির আমদানি করেছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।