দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন বাংলাদেশের ফাহাদ ও জান্নাতুল
দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে বাংলাদেশের ক্রীড়াপ্রেমিদের মাঝে আগ্রহ কাজ করলেও এই খেলার যে বিশ্বকাপও হয়, সেই খবর খুব বেশি মানুষ হয়তো রাখেন না। আর সেই বিশ্বকাপে বাংলাদেশের কেউ যে অংশগ্রহণ করবেন, সেটি জানা তো আরোই দূরের বিষয়।
তা কেউ খবর রাখুক আর নাই রাখুক, বাংলাদেশের দাবাড়ুরা নিজেদের কাজটি করে যাচ্ছেন নিভৃতেই। ২০২৩ দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান এবং জান্নাতুল ফেরদৌস।
ফাহাদের জন্য বিশ্বকাপে খেলা নতুন কিছু নয়। ২০১৯ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ১৬ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলেছিলেন ফাহাদ। চার বছর পর আবারও বিশ্বকাপের টিকিট পেয়েছেন এই আন্তর্জাতিক মাস্টার।
আজ ঢাকায় এশিয়ান জোনাল দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে যাচ্ছেন ফাহাদ। এ বছরই জুলাই-আগস্টে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ দাবা। অন্যদিকে, প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস।
২০১৯ সালের মার্চে ঢাকায় বিশ্বকাপ দাবার বাছাই পর্বে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন ফাহাদ। আর এবার বিশ্বকাপে সুযোগ পেলেন এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে।
টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা দাবাড়ুদের চেয়ে আধা পয়েন্ট এগিয়ে ছিলেন ফাহাদ। সেই এগিয়ে থাকাকে ধরে রেখে শেষ রাউন্ডে শরিফ হোসেনকে হারিয়েছেন ফাহাদ। নয় ম্যাচে সাড়ে সাত পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হোন তিনি।
জান্নাতুল ফেরদৌস বিশ্বকাপের টিকিট পেয়েছেন এই টুর্নামেন্টেই মহিলা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। শেষ রাউন্ডে জান্নাতুল ড্র করেছেন নেপালের লোহানি সুজনার সঙ্গে। তার সর্বমোট অর্জিত পয়েন্ট সাত।