চিনির মূল্য মনিটরিংয়ে আগামী সপ্তাহ থেকে অভিযান: বাণিজ্যমন্ত্রী
সরকার নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রি করা হচ্ছে কিনা - তা মনিটরিংয়ে আগামী সপ্তাহ থেকে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার (১১ মে) বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্যে বাজারে চিনি বিক্রি হচ্ছে কিনা- তা দেখার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হবে।
বাজারে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হবে।
তেলের মূল্য কমানো হবে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের মূল্য মূলত বেড়েছে ভ্যাট প্রত্যাহারের কারণে। 'আমরা মন্ত্রণালয় থেকে এনবিআরকে চিঠি দিয়েছিলাম শুল্কছাড় অব্যাহত রাখার জন্য। কিন্তু তারা তা করেননি, যার জন্য তেলের দাম বেড়েছে।
এবিষয়ে প্রয়োজনে আবারো চিঠি দেওয়া হবে জানিয়ে আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী।