‘শাহরুখ নন, পরিবারের সবচেয়ে ব্যস্ত সদস্য আরিয়ান’, জানালেন গৌরী
সম্প্রতি নিজের লেখা বই 'মাই লাইফ ইন ডিজাইন' এর মোড়ক উন্মোচন করেছেন গৌরী খান। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে শাহরুখ পত্নীর যাত্রা সম্পর্কে লেখা হয়েছে এ বইয়ে। শুধু তাই নয়, এ বইয়ে রয়েছে তাদের বাসভবন 'মান্নাত'-এর অন্দরের কিছু অদেখা ছবি। শাহরুখ-গৌরীর পরিবারের সবার ছোট সদস্য আব্রাম খান বাদে বাকি সবাই নানা পেশায় জড়িত। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, সম্প্রতি গৌরী খান বলেছেন- তাদের পরিবারের ব্যস্ততম সদস্য শাহরুখ নন, বরং তাদের বড় ছেলে আরিয়ান খান!
বলিউড বাদশাহ শাহরুখের চাইতেও আরিয়ানের শিডিউল পাওয়া মুশকিল- এমনটাই গৌরীর ভাষ্য। তিনি বলেন, 'শাহরুখের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ানের ডেট পাওয়াটাই কঠিন।'
২৪ বছর বয়সী আরিয়ান সদ্য নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করেছেন। সেই সঙ্গে আবার একটি ওয়েব সিরিজের পরিচালক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে তার।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এই ওয়েব সিরিজের প্রযোজনা করবে এবং এই সিরিজে থাকবে ৬টি পর্ব। বলিউডের অন্দরের খবরই নাকি ফুটে উঠবে এখানে। লেখক বিলাল সিদ্দিকির সঙ্গে সিরিজের চিত্রনাট্য লিখেছেন শাহরুখ পুত্র নিজেই। সুতরাং সব মিলিয়ে আরিয়ানের ব্যস্ততা চরমে!
এর আগে গৌরীর ডিজাইনার হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন শাহরুখ। 'মাই লাইফ ইন ডিজাইন' বইয়ের মুখবন্ধ লিখেছেন তিনিই। তিনি এও জানান যে, 'মান্নাত'-ই গৌরীর ডিজাইনার হিসেবে প্রথম প্রজেক্ট।
শাহরুখ বলেন, "আমরা যখন এই বাড়িটা কিনি তখন আমরা এটাকে ভীষণ ভালোবাসতাম, এটা আমাদের চিন্তার বাইরে ছিল। দিল্লি থেকে আসার ফলে আমরা বাংলো বারইতে বাস করায় অভ্যস্ত ছিলাম, কিন্তু আমরা জানতাম না যে মুম্বাই এমন এক শহর যেখানে অ্যাপার্টমেন্টের দাম বাংলোর চাইতেও বেশি। বাংলোর আগে আমরা থাকতাম তাজ ল্যান্ডস এন্ড হোটেলের একদম পাশেই একটা বাড়িতে। ওটা ছিল আমার পরিচালকের বাড়ি। আমরা যতদিন পর্যন্ত সিনেমায় কাজ করছি, ততদিন পর্যন্ত তিনি আমাদের ওই বাড়িতে থাকতে বলেছিলেন।"
'পাঠান' তারকা আরও যোগ করেন, "আমাদের হাতে তখন তেমন টাকা ছিল না। কিন্তু কিছু টাকা জমতেই আমরা এই বাংলোটা কিনে ফেললাম। কিন্তু বাংলোটা যেহেতু একটু খারাপ অবস্থায় ছিল, তাই এটার পেছনে আরও টাকা গিয়েছে। তাই বাংলো সাজানোর মতো ওবস্থা আমাদের ছিল না। এজন্য আমরা একটা ডিজাইনার খুঁজছিলাম। কিন্তু একদিন দুপুরের খাবার টেবিলে বসে ওই ডিজাইনার যেভাবে বাড়িটা সাজাবেন বলেছিলেন, তা ওই সময় আমার মাসিক আয়ের চাইতে বেশি ছিল।" আর সে কারণেই 'মান্নাত' এর অন্দরসজ্জার দায়িত্ব পড়েছিল গৌরী খানের ওপর।
প্রায় ছয় বছরের প্রেমের পর ১৯৯১ সালে বিয়ে করেন শাহরুখ-গৌরী। ১৯৯৭ সালে তাদের প্রথম ছেলে আরিয়ান খানের জন্ম হয়। পরে তাদের কন্যা সুহানা খান ২০০০ সালে জন্মগ্রহণ করেন। আর ২০১৩ সালে তাদের সবচেয়ে ছোট ছেলে আব্রাম খানের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।