পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আলেশা মার্টের গ্রাহকরা
আলেশা মার্টে অর্ডারের জন্য দেওয়া টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের হস্তক্ষেপ কামনা করেছেন ই-কমার্স প্ল্যাটফর্মটির গ্রাহকরা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে আলেশা মার্ট গ্রাহক সমিতির সভাপতি সোহান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন এবং অভিযোগ করেন, আলেশা মার্টের চেয়ারম্যান তাদের সঙ্গে প্রতারণা করেছেন।
সোহান বলেন, 'চেয়ারম্যান টাকা দেওয়ার নাম করে বারবার সময় নিয়েছেন। ২০২১ সালের জুন মাসে আমরা পণ্যের অর্ডার দিয়েছি। সেই পণ্য এখনও পাইনি।'
সোহান বলেন, প্রায় ৭ হাজার গ্রাহক মোটরসাইকেল অর্ডার দিয়েছিলেন। এ পণ্যের মূল্য হবে ১০০ কোটি থেকে ১৫০ কোটি টাকা।
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার এবং পরিচালক সাদিয়া চৌধুরীকে নজরদারিতে রাখার জন্যও প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে গ্রাহক সমিতি।