‘সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় আছি’, বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে অভিষেক
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন জানিয়েছেন, সঠিক চিত্রনাট্য পেলে তিনি সবসময়ই বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে রাজি। বলিউডের শাহেনশাহ খ্যাত, ৮০ বছর বয়সী মেগাস্টার অমিতাভ ও তার ছেলে অভিষেককে এর আগেও বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা গেছে। তবে যেহেতু অমিতাভ এখন ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে, তাই অভিষেক চান দুজনে এমন সিনেমা করতে যা দর্শকদের কাছে 'স্মরণীয়' অভিজ্ঞতা হয়ে থাকবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এর আগে 'বান্টি অওর বাবলি', রাম গোপাল ভার্মা পরিচালিত 'সরকার' ও 'সরকার রাজ' এবং করণ জোহরের 'কাভি আলবিদা না কেহনা' এবং আর বালকির 'পা' ছবিতে একসঙ্গে দেখা গেছে অমিতাভ ও অভিষেককে। এর মধ্যে 'পা' ছবিতে অভিষেকের প্রোজেরিয়া আক্রান্ত ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন বর্ষীয়ান এই তারকা।
সম্প্রতি অভিষেক বচ্চন বলেন, তারা বাবা-ছেলে একসঙ্গে কাজ করতে চান ঠিকই; কিন্তু তারা তাদের সিনেমা বাছাইয়ের ব্যাপারে সচেতন থাকতে চান।
আইআইফা উইকেন্ডে পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, "অভিনেতা হিসেবে আমরা দুজনেই একে অপরের সাথে কাজ করতে ভালোবাসি। কিন্তু অভিনেতা হিসেবে দর্শকদের প্রতি আমাদের দায়িত্বটাও বুঝি। যেহেতু আমরা আগেও একসঙ্গে চমৎকার কিছু ছবিতে কাজ করেছি,তাই এখনও সঠিক চিত্রনাট্য আসার অপেক্ষায় আছি। যদি তা হয়, তাহলে আবারও আমাদের একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা।"
প্রসঙ্গত, আগামীতে এই বাবা-ছেলে জুটিকে দেখা যাবে বালকির সিনেমা 'ঘুমার'-এ। প্রয়াত হাঙ্গেরিয়ান ডানহাতি শ্যুটার ক্যারোলি ট্যাকাসের জীবন অবলম্বনে নির্মিত হবে এই সিনেমা। ইনজুরির শিকার হয়ে তিনি বাম হাতে খেলে দুইবার অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিলেন।
উল্লেখ্য যে, আর বালকির সিনেমায় অমিতাভ বচ্চন একজন পরিচিত মুখ। 'চিনি কম', 'পা', 'শমিতাভ', 'কি অ্যান্ড কা', 'প্যাডম্যান', 'চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট'- এই পরিচালকের সবগুলো ছবিতেই অমিতাভ বচ্চন কাজ করেছেন।
অভিষেক বচ্চন বলেন, "বালকি আমার বাবাকে ছাড়া সিনেমা বানান না, তিনি উনার জন্য লাকি চার্ম। একটা শট হলেও তিনি বাবাকে রাখবেন ছবিতে।"
৪৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, আইআইফা অ্যাওয়ার্ডসে তার প্রথম পারফরম্যান্স ছিল ২০০৫ সালের একটি হিট গান 'কাজরা রে'। এই গানটির প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। গানটিতে অমিতাভ বচ্চন এবং অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাইও ছিলেন।
এদিকে অভিষেক বচ্চনকে আগামীতে দেখা যাবে সুজিত সরকারের একটি সিনেমায়, যেটি হবে ২০১৯ সালের তামিল কমেডি ফিল্ম 'কেডি' এর রিমেক। ছবিটির নাম এখনও ঠিক করা হয়নি।