বাড়ছে তোয়ালে, টিস্যুর দাম
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্লিনিং ও হাইজিন পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু, হ্যান্ড টাওয়াল, পেপার টাওয়াল, ক্লিনিকাল বেড শিট জাতীয় পণ্যের ওপর ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, অ্যালুমিনিয়াম স্যানিটারিওয়্যারের উপর ভ্যাট ২ শতাংশ পয়েন্ট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে তার পঞ্চম এবং বাংলাদেশ সরকারের ৫২তম জাতীয় বাজেট।
এবারের বাজেটই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট। ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য তাজউদ্দীন আহমেদ প্রথম ৭৮৬ কোটি টাকার বাজেট উত্থাপন করেছিলেন।
'উন্নয়নের দেড়দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে' শিরোনামে বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী।
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার।