রোহিঙ্গা ক্যাম্পে র্যাব ও এপিবিএন’র যৌথ অভিযান, গ্রেপ্তার ৮
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের ধরতে যৌথ অভিযান চালিয়েছে র্যাব ও এপিবিএন। যৌথ অভিযানে ৮ জন দুস্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হল মোঃ ইব্রাহিম (২৪), আব্দুল আমিন (৪১), হোসেন আহমেদ (৪৩), নুর হুদা (২৪), মোহাম্মদ সলিম (২২), হামিদ উল্লাহ (২৪), মোহাম্মদ সালেহ (২৫) ও ফায়েজুল আমিন (৩২)। তারা সবাই উখিয়াস্থ ৪, ১৩ ও ১৯ ক্যাম্পের বাসিন্দা।
এক বার্তায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যা ৬ টায় র্যাব-১৫ ও ৮ এবং ১৬ এপিবিএনের আভিযানিক দল উখিয়াস্থ ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে মোট ৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে।
এসব গ্রেপ্তারকৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।