যে কীর্তিতে আলভারেজই প্রথম
চাইলে আজই বুটজোড়া তুলে রাখতে পারেন হুলিয়ান আলভারেজ। ফুটবল থেকে পাওয়ার মতো আর কিছুই যে অবশিষ্ট রইল না তার। মাত্র ২৩ বছর বয়সেই আন্তর্জাতিক এবং ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুই শিরোপা জিতে বসে আছেন এই আর্জেন্টাইন!
গত মৌসুমে আর্জেন্টিনার ঘরোয়া লিগে এক ম্যাচে ছয় গোল করে পাদপ্রদীপের আলোয় আসেন আলভারেজ। এরপর তাকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আসেন পেপ গার্দিওলা। সেই থেকে আলভারেজের ক্যারিয়ার কেবল ওপরের দিকেই উঠেছে।
ম্যানচেস্টার সিটিতে এসে বেঞ্চে থেকেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির নজর কেড়ে কাতার বিশ্বকাপ দলে জায়গা করে নেন। সেখানেও নাটকীয়ভাবে মূল একাদশে সুযোগ, আর এরপর তো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে অন্যতম ভূমিকাই রাখেন।
এবার ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সাথে সাথে আলভারেজও ইতিহাসে নাম লিখিয়েছেন। তাও আবার একটি নয়, দুটি!
প্রথমটিতে আলভারেজের সঙ্গী আছেন আরো ৯ জন। একই মৌসুমে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা দশম ফুটবলার এই ২৩ বছর বয়সী স্ট্রাইকার। অপরটিতে তিনিই প্রথম, একই মৌসুমে ক্লাবের হয়ে ট্রেবল এবং জাতীয় দলের হয়ে বিশ্বকাপ যে আলভারেজের আগে কেউই জেতেননি!
এই মৌসুমে সিটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল করেছেন আলভারেজ। যদিও দলের খেলা অর্ধেকের বেশি ম্যাচেই শুরু থেকে খেলেননি তিনি। সামনের মৌসুমে নিশ্চিতভাবেই আরো বেশি সময় খেলতে মুখিয়ে থাকবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা।