চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়ালকে ধরে ফেলার হুমকি গার্দিওলার!
এই একটি ট্রফির জন্য কতই না অপেক্ষার প্রহর গুনতে হয়েছে সিটি সমর্থকদের! ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও হারের যন্ত্রণায় পুড়তে হয়েছে। তবে এবার আর হতাশ করেনি সিটি, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরা ক্লাবের শিরোপা জিতেছে আকাশি-নীলেরা।
নিজের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন পেপ গার্দিওলা। তবে প্রথম দুটি জিতেছেন মাত্র তিন বছরের মধ্যে। তৃতীয়টি পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ বছর!
আর এত দীর্ঘ অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গার্দিওলা রিয়াল মাদ্রিদকে যেন হুমকিই দিলেন! মজার ছলেই বলেছেন কথাগুলো যদিও।
চ্যাম্পিয়ন্স লিগের রাজা এবং সর্বোচ্চ ১৪ বার জয়ী রিয়াল মাদ্রিদের রেকর্ড ধরে ফেলবেন বলে মজা করেছেন গার্দিওলা, 'রিয়াল মাদ্রিদকে সাবধান হতে বলছি। আমরা আসছি তাদের ১৪ বার শিরোপার রেকর্ড ধরে ফেলতে!।'
এরপর গার্দিওলা আরো যোগ করেন, 'আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়নস লিগ লাগবে, মাত্র ১৩, সুতরাং রিয়াল মাদ্রিদ সাবধান, আমরা আসছি। যদি একটুও গা ছাড়া দাও, আমরা তোমাদের ধরে ফেলব।'
এমন কথা বলে গার্দিওলা আসলে বুঝাতে চেয়েছেন, একটি মাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতেই থামতে চায় না ম্যানচেস্টার সিটি। আর যেহেতু প্রথমবার জেতার অভিজ্ঞতা হয়েই গিয়েছে, এখন থেকে আরো ভয়ংকর সিটিকে দেখা যাবে বলেই ধারণা অনেকের।