সিকিমে আকস্মিক বন্যায় আটকা পড়েছেন ২৩ বাংলাদেশিসহ ২,০০০ পর্যটক
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/06/17/cmrbnpac_sikkim-flashflood_625x300_17_june_23.jpg)
ভারতের সিকিম রাজ্যের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার পর এক ভূমিধসের ঘটনায় আটকা পড়েছেন ২৩ বাংলাদেশিসহ দুই হাজারের বেশি পর্যটক। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) পাহাড়ি এলাকাটিতে এই ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
এবিষয়ে জানতে চাইলে কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (গণমাধ্যম) রঞ্জন সেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সিকিম প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা আমাদের জানিয়েছেন, সেখানে বাংলাদেশিসহ অন্যান্য বিদেশী পর্যটকরা আটকে পড়েছেন। তবে ঠিক কতোজন (বাংলাদেশি) রয়েছেন,বা কবে তারা ফিরতে পারবেন – সেটা আমরা জানি না।'
আটকে পড়া পর্যটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্রের ১০ এবং সিঙ্গাপুরের তিন নাগরিক রয়েছেন বলে এনডিটিভির এক সংবাদ সূত্রে জানা গেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমটি জানায়, উত্তর সিকিমের জেলা সদরের সঙ্গে মাঙ্গন থেকে চুগথাং সড়ক পেগং সাপ্লাই খোলা এলাকায় ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি থামলেই সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু হবে।
তাদের সংবাদ মতে, ভূমিধসে ১,৯৭৫ জন ভারতীয় ও ৩৬ জন বিদেশি পর্যটক লেচাং ও লাচুং এলাকার বিভিন্ন হোটেলে আটকা পড়েছেন।