মহারাষ্ট্রের বাস স্টপেজের নাম রাখা হলো 'বাংলাদেশ'
সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার একটি বাস স্টপেজের নামকরণ করা হয়েছে 'বাংলাদেশ'; কারণ সেখানে প্রচুর বাঙালির বসবাস রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, এমনিতে বাস স্টপটির নাম ইন্দিরা নগর হলেও বাঙালিদের উপস্থিতির কারণে এটিকে 'বাংলাদেশ'-ই বলা হতো।
তিনি বলেন, "এখানে মূলত পশ্চিমবঙ্গের শরণার্থীরা বাস করেন, যারা অনেক বছর আগে চাকরি এবং সাশ্রয়ী বাসস্থানের সন্ধানে এসেছিল।"
শুক্রবার (১৬ জুন) থানের স্থানীয় সিভিক বডি নতুন এই নামকরণ করে বলে জানা যায়। তবে পরিচয় (আইডেন্টিটি) প্রভাবিত হতে পারে এই আশংকায় অনেক বাসিন্দাই এই নামকরণের বিরোধিতা করেছেন।