দেশে ৪.৫ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে সাড়ে চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে এবং দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিডিসি রিসার্চ ২০২১-২০২২ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, "দিন দিন অসংক্রামক রোগ (এনসিডি) বাড়ছে। দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই কোনো না কোনো অসংক্রামক রোগে হচ্ছে। দেশে উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিস আক্রান্তের হার বেড়েছে। দেশের মধ্যে জনসংখ্যার ২৫ শতাংশের মানুষই উচ্চ রক্তচাপে ভুগছে। দেশে ১০ শতাংশ (দেড় কোটি) মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।"
"জীবনযাত্রা ও খাদ্যাভাস পরিবর্তনের কারণে ওবিসিটির হারও বেড়েছে, বিশেষ করে শিশুদের মধ্যে এই হার সবচেয়ে বেশি। দেশে এক কোটি শিশু ওবিসিটিতে ভুগছে।"
তিনি বলেন, "বায়ু দূষণ,খাদ্যে ভেজালের কারণে পেটের পিড়া, এমনকি ক্যান্সারও হয়। তামাকজনিক কারণেও দুর্ঘটনার পরিমাণ কম নয়, মাদকের কারণে অনেক লোক মৃত্যুবরণ করে। যদিও তামাকের ব্যবহার কমেছে। ধুপপায়ীদের ২৫ শতাংশ স্মোকলেস টোবাকো নিচ্ছেন।"
"লাইফ স্টাইল অন্যতম কারণ। সবজি কম খাওয়া, লবন চিনি বেশি খাওয়া। বয়স্কদের মধ্যে ২০ শতাংশ মানুষের কোনো না কোনো মানসিক সমস্যা আছে। কারণগুলো জানলাম, এখন আমাদের প্রিভেন্টিভ ও কিউরেটিভ কেয়ার নিতে হবে। কাউন্সিলিং করতে পারি কমিউনিটি ক্লিনিকে," যোগ করেন মন্ত্রী।