সরকারি কর্মচারীদের জন্য ৫% প্রণোদনা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী
সরকারি কর্মচারীদের মূল বেতনের (বেসিক পে) ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে বিবেচনার ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, "আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই জরুরি সময়ে সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ বেতন হিসেবে দেওয়ার কথা বিবেচনা করুন। আমি আশা করি, মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি মেনে নেবেন। আমরা বিশেষ প্রণোদনা হিসেবে তাদের মূল বেতনের ৫ শতাংশ প্রদান করব।"
প্রধানমন্ত্রী তার ভাষণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধারার পাশাপাশি বিভিন্ন খাতে তার সরকারের উন্নয়ন সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন।
এছাড়া, আসন্ন ২০২৪ অর্থবছরের মধ্যে দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু হতে পারে বলেও আশা প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।