'লর্ডসে আমরা শুধু লাঞ্চ করতেই যাবো'
মাঠের লড়াইয়ে হারলেও কথার যুদ্ধে ছাড় দিচ্ছে না ইংল্যান্ড। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ইংলিশ ক্রিকেটারদের কথার বাণ ছোড়া দেখে মনেই হতে পারে, খেলাটা বুঝি মাঠের বাইরেই হচ্ছে।
প্রথম টেস্টে এজবাস্টনে দুই উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ড হেরেও গর্বিত, কারণ তাদের খেলার ধরনে দর্শকরা বিনোদন পেয়েছেন।
তবে হেরেও মুখ চলছে ইংলিশ ক্রিকেটারদের। রবিনসন, ব্রড, অ্যান্ডারসনরা লর্ডসে আরো আক্রমণাত্মক খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। জ্যাক ক্রলি তো ম্যাচের তিনদিন আগেই ফলাফল ঘোষণা করেছেন, ইংল্যান্ড জিততে চলেছে ১৫০ রানের ব্যবধানে!
এতসব দেখে অস্ট্রেলিয়ানদের মধ্যে অবশ্য খুব বেশি প্রতিক্রিয়া নেই। পালটা জবাব না দিয়ে বরং মজার ছলেই নিচ্ছেন ইংলিশদের কথা। এই যেমন অজি মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড এতসব হুংকার শুনে বললেন, 'আমরা লর্ডসে কেবল লাঞ্চটাই করতে যাচ্ছি'!
যদিও পরক্ষণেই ইংল্যান্ডের কৌশল নিয়ে যে অজিরা অবগত সেটিও বলেছেন হেড, 'তাদের আক্রমণাত্মক খেলার মানসিকতা রয়েছে। সেটি নিয়ে আমাদেরও জানা আছে।'
২৮ তারিখ লর্ডসে সমতা ফেরানোর মিশনে নামবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া চাইবে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে।