সদরঘাটে ‘ময়ূর-৭’ লঞ্চে আগুন
আজ সকালে রাজধানীর সদরঘাটে অবস্থানরত ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর দুপুর ১২টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, "আজ বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় লঞ্চটি দাঁড়িয়ে ছিল। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছায়।"
তিনি আরো বলেন, "সদরঘাটে যে লঞ্চটিতে আগুন লেগেছে তার নাম ময়ূর-৭। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়িয়ে ছিল। ঘটনার সময় এতে কোনো যাত্রী ছিল না।"
এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।