‘থ্রি ইডিয়টস’র সিকুয়েলে ফের একসাথে আমির-মাধবন-শারমান?
গত মার্চ মাসে এক প্রমোশনাল ভিডিওতে বলিউড তারকা আমির খান, শারমান যোশি ও আর. মাধবন 'থ্রি ইডিয়টস' সিনেমার সিকুয়েল নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন। এবার এক সাক্ষাৎকারে ফের শারমান যোশি সিনেমাটির বহুল প্রতীক্ষিত সিকুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে অভিনেতা শারমান বলেন, "পরিচালক রাজকুমার হিরানি 'থ্রি ইডিয়টস' এর সিকুয়েল নির্মাণের ব্যাপারে বেশ আগ্রহী। তিনি আমার সাথে বেশ কয়েকটি আইডিয়াও শেয়ার করেছেন।"
আমির, মাধবন ও কারিনার সাথে আবারও কাজ করতে উন্মুখ হয়ে আছেন বলেও নিজের অনুভূতি প্রকাশ করেন শারমান। তিনি জানান, এই তিন তারকার সাথে ফের কাজ করতে পারা তার জন্য বেশ আনন্দদায়ক হবে।
সাক্ষাৎকারে শারমান আরও বলেন, "রাজু স্যার সিনেমাটির প্রতি মানুষের ভালোবাসা নিয়ে বেশ সচেতন। তাই তিনি দর্শককে হতাশ করতে চান না। আমার সাথে আইডিয়া শেয়ারের কয়েক মাস পর তিনি জানান, সেগুলো ঠিকঠাক কাজ করছে না।"
তবে রাজকুমার হিরানি যে সিনেমাটির বহুল প্রতীক্ষিত সিকুয়েল তৈরি করবেন, সেটা নিয়ে বেশ আশাবাদী শারমান। তিনি বলেন, "যখনই সিকুয়েল নির্মাণ করা হবে, আমরা সকলে এটিতে কাজ করতে বেশ উপভোগ করব। দর্শকরাও সিকুয়েলটি বেশ উপভোগ করবেন।"
সম্প্রতি 'থ্রি ইডিয়টস' এর পরিচালক রাজকুমার হিরানি তার পরবর্তী সিনেমা 'ডাঙ্কি' নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাবে।
এদিকে গত মার্চ মাসে করা প্রমোশনাল ভিডিওতে আমির, মাধবন ও শারমানকে একটি প্রেস কনফারেন্সে দেখা দিয়েছিল। প্রেস কনফারেন্সের পেছনে বড় করে লেখা ছিল, "ইডিয়টস"।
প্রমোশনাল ঐ ভিডিওতে 'থ্রি ইডিয়টস' সিনেমার সিকুয়েল নির্মাণের ইঙ্গিত দিয়েছিলেন তিন তারকা। এমনকি এর প্রতিক্রিয়ায় সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা বোমান ইরানি ও কারিনা কাপুরকেও সোশ্যাল মিডিয়ার ঠাট্টা করতে দেখা যায়।
বলিউডের বেবো খ্যাত কারিনা ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেন, "বিশ্বাস হচ্ছে না, আমাকে ছাড়া কীভাবে সিনেমাটি (সিকুয়েল) নির্মাণ করা হচ্ছে। আমি যখন ছুটিতে ছিলাম তখনই আমি জানতে পেরেছিলাম এই তিনজন মিলে কিছু একটা করছে। তাদের এই প্রেস কনফারেন্সের ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে, যা আমাদের কাছ থেকে গোপন করেছিল তারা।"
অন্যদিকে ঠাট্টা করা থেকে বাদ যায়নি আরেক অভিনেতা বোমান ইরানি। তিনিও ইনস্টাগ্রামে এক ভিডিওতে বলেন, "আমি তো ভেবেছিলাম, আমরা বন্ধু। তাহলে বন্ধুত্ব কোথায়?" কীভাবে তোমরা (আমির-মাধবন-শারমান) ভাইরাসকে ছাড়া থ্রি ইডিয়টসের সিকুয়েল তৈরি করতে পার? ভাইরাস ভিলেন না হলে আর কে হবে ভিলেন?"
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'থ্রি ইডিয়টস' তৎকালীন সময়ে বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করে। রাজকুমার হিরানির এ সিনেমাটিতে তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির চরিত্রে অভিনয় করেন আমির খান, মাধবন আর শারমান যোশি।
আর কারিনা কাপুর হয়েছিলেন মেডিকেল কলেজের ছাত্রী পিয়া। মুক্তির ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জীবনের চড়াই-উৎরাই নিয়ে করা সিনেমাটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়।