'প্রকৃতিপ্রদত্ত গুণই আমাদের চালিকাশক্তি'
শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারিয়ে দারুণ উজ্জীবিত সফরকারীরা।
একমাত্র টেস্টে লজ্জাজনক হারের পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। চট্টগ্রাম পর্ব শেষ করে এখন সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আফগান অধিনায়ক রশিদ খান।
রশিদ নিজে বিশ্বের সেরা স্পিনারদের একজন। কারো কারো মতে বর্তমানে তার ওপরে কেউ নেই। আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে উঠে এসে বিশ্বমানের বোলারে রূপান্তরিত হওয়া চাট্টিখানি কথা নয়।
রশিদ কাছে প্রকৃতিপ্রদত্ত মেধাটাই সবার ওপরে, 'আমাদের সুযোগ-সুবিধা অন্যান্যদের তুলনায় অনেক কম। কিন্তু আমাদের কিছু গুণ আছে যা প্রকৃতিগত। আমরা সেটিকেই কাজে লাগানোর চেষ্টা করছি।'
আফগানিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ তেমন নেই বললেই চলে। তারপরেও প্রাকৃতিক গুণ দিয়েই নিজেদের ক্রিকেটকে উন্নত করার চেষ্টা করছেন বলে জানান রশিদ, 'আমাদের ঘরোয়া ক্রিকেট খুব বেশি হয় না। সেখান থেকে যে তরুণ প্রতিভাদের বিকশিত হওয়ার কথা, সেই সুযোগ আমাদের নেই। তবে যে মেধার কথা বললাম, সেটির মাধ্যমেই সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।'