পুলিশের অনুমতি না পেয়ে সিলেটে সমাবেশ পেছাল জামায়াত
পুলিশের অনুমতি না পেয়ে সিলেটের সমাবেশ পিছিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় সমাবেশ করতে চেয়েছিলো জামায়াত। তবে নাশকতার আশঙ্কায় তাদের সমাবেশের অনুমতি দেয়নি মহানগর পুলিশ। ফলে সমাবেশ পিছিয়ে নিয়েছে দলটি। ২১ জুলাই এ সমাবেশ করার কথা জানিয়েছে জামায়াত।
শনিবার দুপুরে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, শুক্রবার রাতে মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। কিন্তু কোন কারণে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
পুলিশের এমন সিদ্ধান্তে হতভম্ব হয়েছেন জানিয়ে ফখরুল ইসলাম বলেন, 'কীসের ভিত্তিতে অনমুতি দেওয়া হয়নি, সেটি আমাদের জানানো না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, নাশকতার আশঙ্কা থেকে অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি রাজধানীতে দলের সমাবেশ নিয়ে এরূপ আশঙ্কা করেছিল পুলিশ। কিন্তু জামায়াত শান্তিপূর্ণভাবে সে সমাবেশ সফলের মাধ্যমে প্রমাণ করেছে নাশকতার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।'
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিষয়টি অসত্য, বানোয়াট, বিভ্রান্তিমূলক। জাতিকে বিভ্রান্তি করার জন্য জামায়াতের ইমেজকে নষ্ট করার জন্য একটি অপকৌশল এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এটি প্রচার করছেন।'
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই রাজনীতিতে কোণঠাসা অবস্থায় আছে। সরকারের কঠোর অবস্থানের কারণে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারছে না দলটি। ঝটিকা মিছিল আর গোপন সভার মধ্যেই সীমাবদ্ধ তাদের সাংগঠনিক কার্যক্রম। নির্বাচন কমিশনেরও নিবন্ধন হারিয়েছে ধর্মভিত্তিক দলটি।
এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ আবার প্রকাশ্যে আসে জামায়াত। দীর্ঘ বিরতির পর ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে তারা।
ঢাকার পর সিলেটে সমাবেশ আহ্বান করেছিল দলটি। তবে পুলিশের পক্ষ থেকে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।