ঋণের শর্তের অগ্রগতি বিষয়ে আজ বৈঠকে বসতে পারে আইএমএফ-এনবিআর
বাংলাদেশকে দেওয়া ৪.৭ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর অংশ হিসেবে রাজস্ব খাতের সক্ষমতা তথা রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে দেওয়া শর্তগুলোর অগ্রগতি জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আজ (২১ জুলাই) তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেমা মো. রহমাতুল মুনীম। এনবিআরের সংশ্লিষ্ট একাধিক সূত্র টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য এনবিআর চেয়ারম্যান এ ধরনের কোন বৈঠকের বিষয়টি স্বীকার করেন নি।
এনবিআর সূত্র জানায়, আইএমএফকে এনবিআরের অগ্রগতি জানানোর জন্য প্রতিষ্ঠানটির তিনটি বিভাগ ইনকাম ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ও কাস্টমস বিভাগের তথ্যের সমন্বয়ে ইতোমধ্যে একটি প্রেজেন্টেশনও প্রস্তুত করা হয়েছে।
এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "আইএমএফ এর প্রোগ্রাম অনুযায়ী এবং তাদের দেওয়া সময়সীমা অনুযায়ী বেশিভাগ শর্তই বাস্তবায়ন হয়েছে কিংবা বাস্তবায়নের ধারায় রয়েছে।"
আইএমএফের শর্ত অনুযায়ী, এনবিআরকে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপির চেয়ে অতিরিক্ত ০.৫% লাভের জন্য প্রয়োজনীয় কর রাজস্ব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে আইএমএফ বাজেটে গৃহীত ব্যবস্থাসহ কর ব্যয় যৌক্তিককরণের মতো কিছু কর্মসূচিও নির্ধারণ করেছে।
ইতোমধ্যেই এনবিআর কর হার বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বা বাজেটে কর ছাড় কমিয়েছে।
একইভাবে মোবাইল ফোন খাত, পলিপ্রোপিলিন স্টেপল ফাইবার, সফটওয়্যার এবং এলপিজি সিলিন্ডারসহ বেশকিছু সেক্টর থেকে ছাড় প্রত্যাহার করে নিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।
এছাড়াও, স্থানীয় উৎপাদনের কিছু খাতে শুল্ক ছাড়ের সুবিধা কমানো হয়। তামাকজাত পণ্য, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ও সানগ্লাসে সম্পূরক ভ্যাট বাড়ানো হয়।
সূত্র জানায়, আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এনবিআর চেয়ারম্যান এসব বিষয় তুলে ধরতে পারেন।
বিজনেস আইডেন্টিফিকেশন হোল্ডারের (বিআইএন) সংখ্যা, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ইনস্টলেশনের অগ্রগতি, মধ্যমেয়াদী রাজস্ব কৌশল (এমটিআরএস)সহ আরো কিছু বিষয় নিয়ে জানতে চাইতে পারে আইএমএফ।
সূত্র জানায়, চলতি বছরের মে পর্যন্ত প্রায় ৪,৩৮,০০০ বিআইএন ধারক নিবন্ধিত হয়েছেন এবং জুন পর্যন্ত ১০ হাজারেরও কম ইএফডি মেশিন ইনস্টল করা হয়েছে।
এনবিআর অবশ্য ভ্যাট অর্জনের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।
বাজেট পাশ করার আগে আইএমএফ এর একটি প্রতিনিধি দল এনবিআরের কাছে এসব শর্তের অগ্রগতি জানতে চেয়েছিল। তবে বেশকিছু বিষয় বাজেট সংশ্লিষ্ট হওয়ায় এবং গোপনীয়তার বিষয় থাকায় এনবিআর তা প্রকাশ করেনি।
সূত্র জানায়, ওইসব বিষয়ে এনবিআরের কাছে অগ্রগতি জানতে চাইবে সংস্থাটি।