বৃষ্টিতে পণ্ড শেষদিনের রোমাঞ্চ, অ্যাশেজ অস্ট্রেলিয়ার
আগে থেকেই জানা ছিলো, বৃষ্টির কারণে খেলা নাও হতে পারে। তবু ক্রিকেট ভক্তরা আশায় ছিলেন, অ্যাশেজের রোমাঞ্চ উপভোগ করার। তবে সবাইকে হতাশ করে, বিশেষ করে ইংল্যান্ড খেলোয়াড় এবং সমর্থকদের আশা বৃষ্টির পানির সঙ্গেই যেন মিশে গেল।
প্রথম দুই ম্যাচ হারের পর হেডিংলিতে জিতেছিল ইংল্যান্ড। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও বৃষ্টির বাধায় সিরিজে সমতা ফেরানো হলো না বেন স্টোকসের দলের। অ্যাশেজের ছাইদানি রয়ে গেল অস্ট্রেলিয়ার কাছেই।
জয়ের জন্য শেষদিনে আজ ইংল্যান্ডের দরকার ছিলো পাঁচ উইকেট। অস্ট্রেলিয়া পিছিয়ে ছিলো ৬১ রানে। কামিন্সের দল লিড নিয়ে লক্ষ্য ছুঁড়ে দিলেও সেটি ইংল্যান্ডের জন্য ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিলো। কিন্তু এর কিছুই হলো না।
তুমুল বৃষ্টিতে একটি বলও মাটিতে গড়াল না। চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে থাকায় অন্তত সিরিজ হারছে না অজিরা। আর এতেই অ্যাশেজের বিখ্যাত ছাইদানি সঙ্গে করে নিয়ে যেতে পারবে তারা।
তবে পঞ্চম ও শেষ ম্যাচে দুদলেরই পাওয়া-হারানোর হিসাব আছে। ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জেতেনি অস্ট্রেলিয়া। ওভালে জিতলে তো বটেই, ড্র করলেও ২২ বছর পর আবারও সেই স্বাদ পাবে অজিরা।
অপরদিকে, অস্ট্রেলিয়ার কাছে ছাইদানি খোয়ালেও এখনও সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে ইংল্যান্ডের। নিজেদের মাটিতে রেকর্ড অক্ষুন্ন রাখার সব চেষ্টাই করবেন স্টোকস-রুটরা। তাই শেষ টেস্টেও রোমাঞ্চের কমতি থাকবে না, এটুকু বলাই যায়।