একই পরিবারের সর্বোচ্চ ৩ জন হতে পারবেন ব্যাংকের পরিচালক, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা সর্বোচ্চ ৩ জনে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ অনুযায়ী, ব্যাংক-কোম্পানীর পরিচালক পদে কোনো একক পরিবার থেকে সর্বোচ্চ ৪ জন পরিচালক হওয়ার নিয়ম ছিল।
সর্বশেষ ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০২৩ এ এটি সংশোধন করে সংখ্যাটি ৩ জনে নামানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন পূরণ করতে ব্যাংক-কোম্পানীর কোনো পরিচালকের পদত্যাগ করা প্রয়োজন হলে কোন পরিচালক পদত্যাগ করবেন, তা পরিচালকরা নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে ঠিক করবেন।
তবে পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
সার্কুলারে স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার থেকে পরিচালক সংখ্যা ৩ জনে নামিয়ে এনে বিষয়টি বিআরপিডি, ডিভিশন-২ কে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক টিবিএসকে বলেন, অন্তত ৩টি ব্যাংকে এক পরিবার থেকে ৩ জনের বেশি পরিচালক রয়েছে। এই ব্যাংকগুলোকে দ্রুততম সময়ে পরিচালকের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে বলা হয়েছে।
তবে, এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।