ব্রডের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারালো ইংল্যান্ড
সিরিজের আগের চার ম্যাচের মতোই রোমাঞ্চ ছড়িয়েছে শেষ টেস্টও। আর সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরের মাঠের অ্যাশেজ ২-২ সমতায় শেষ করেছে ইংল্যান্ড।
ওভালে ইংল্যান্ড জেতায় সিরিজ ২-২ সমতায় শেষ হলেও আগের অ্যাশেজ জেতায় ছাইদানি থাকছে অস্ট্রেলিয়ার কাছেই। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন স্টুয়ার্ড ব্রড।
ওভালের শেষদিনের চিত্রনাট্যে ছিলো একের পর এক বাঁক। এক সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া সহজের টপকাবে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া বড় লক্ষ্য। তিন উইকেট হারিয়ে ২৩৮ রান নিয়ে লাঞ্চ ব্রেকে যাওয়া অজিরাই শেষ সাত উইকেট হারালো মাত্র ৯৬ রানে।
৩৩৪ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের দেওয়া ৩৮৪ রানের লক্ষ্য থেকে কামিন্সের দল থামে ৪৯ রান দূরে। অজিদের শেষ দুটি উইকেট তুলে নেন ব্রড।
৩৭ বছর বয়সী এই ইংলিশ পেসারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিলো এটি। ৬০৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবসর নিলেন ব্রড।