টিএসসিতে নুরের ওপর হামলা
গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ও ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নুরসহ আরও কয়েকজনের ওপর হামলা করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ হামলা হয়। গণঅধিকার পরিষদের উপ-আহ্বায়ক মাহফুজুর রহমান খান অভিযোগ করেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা করেছে।
তবে ছাত্রলীগ হামলার বিষয়টি অস্বীকার করেছে।
মাহফুজুর রহমান খান গণমাধ্যমকে বলেন, মাদ্রাসা ছাত্র রেজাউল হত্যার বিচার ও বুয়েটের ছাত্রদের আটকসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলা-মামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ বিক্ষোভের আয়োজন করেছিল।
'আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় বিক্ষোভ করছিলাম। বিকেলে মিছিলটি শাহবাগের দিকে যাওয়ার সময় হঠাৎ টিএসসি এলাকায় ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে আমাদের পথ অবরোধ করেন।
'এর কয়েক মিনিটের মধ্যে তারা আমাদের ওপর হামলা চালান,' বলেন মাহফুজুর রহমান খান।
নুরের মাথায় গুরুতর আঘাত লেগেছে দাবি করে তিনি বলেন, হামলায় গণঅধিকার পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মাহফুজুর রহমান খান।
তবে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত দাবি করেন, 'হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মী জড়িত ছিল না এবং সাধারণ শিক্ষার্থীরা বহিরাগতদের প্রবেশের প্রতিবাদ করেছিল।'