স্যালাইন কিনতে সরকারি হাসপাতালগুলোতে অর্থ বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাসপাতালে স্যালাইন সংকট দেখা দিয়েছে। এই সংকট মেটাতে হাসপাতালগুলোকে বাইরে থেকে স্যালাইন কিনতে নির্দেশনা ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, "সরকারি কোম্পানি এসেনশিয়িয়াল ড্রাগস কোম্পানির (ইডিসিএল) সব সরকারি হাসপাতালে স্যালাইন সরবরাহ করার কথা। তবে বর্তমানে চাহিদা বেড়ে যাওয়ায় তারা সম্পূর্ণভাবে তা দিতে পারছেনা। তাই বাইরে থেকে স্যালাইন কিনতে আমরা প্রতিটি হাসপাতালকে প্রশাসনিক অনুমোদন, নির্দেশনা এবং অর্থ বরাদ্দ দিয়েছি।"
রাজধানীর ওসমানী মিলনায়তনে রোববার (৬ আগস্ট) জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলে, "সব হাসপাতাল তাদের এমএসআর (মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট) বরাদ্দ থেকে স্যালাইন কিনতে পারবে। ইডিসিএল-এর তৈরি হয় এমন ওষুধ বাইরে থেকে কিনতে হলে ইডিসিএল থেকে ক্লিয়ারেন্স নিতে হয়, সেটিও আমরা ওয়েভ করে দিয়েছি।"
"এছাড়া, ডেঙ্গু পরীক্ষার জন্য আমাদের পর্যাপ্ত কিট রয়েছে। সব হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কিটের সংকট দেখা না দেয়," যোগ করেন তিনি।