প্রাকৃতিক দুর্যোগ: চট্টগ্রাম, কারিগরি, ও মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১০ দিন পেছাল
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাগুলোও নতুন তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছে।
তবে অন্যান্য শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা নির্ধারিত সময়েই চলবে।
চট্টগ্রামে অবিরাম বৃষ্টি ও ভূমিধসে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে ভারি বর্ষণ ও ভূমিধসের কারণে চট্টগ্রামের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। এছাড়া মহাসড়কের হাশিমপুর, চন্দনাইশের কোশাইপাড়া এবং সাতকানিয়ার কেরানীহাটের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ডুবে গেছে। ফলে সোমবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সড়কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।