রক্ষণাবেক্ষণ কাজে বন্ধ জাতীয় পরিচয়পত্রের সার্ভার, কখন চালু হবে নিশ্চিত নয়
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের সার্ভার বন্ধ রয়েছে।
জানা গেছে, সার্ভারে রক্ষণাবেক্ষণের কাজ চলায় সাময়িক সময়ের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। তবে কাজ শেষে সার্ভার আবারও কখন চালু হবে, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি ইসির এনআইডি নিবন্ধন শাখার মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবির।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "আমরা সার্ভারের মেইনটেনেন্সের কাজ করছি। এই কাজ শেষ হতে কতক্ষণ লাগবে তা এখনও নিশ্চিত নয়।"
"যদিও আমাদের এক্সপার্টরা বলেছেন বিকেলের দিকে সার্ভার চালু করা সম্ভব হতে পারে," যোগ করেন তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, "আমরা আসলে সার্ভারের স্টেপ টু স্টেপ চেক করছি। এজন্য সময় একটু বেশি লাগছে।"
এনআইডি সার্ভার হ্যাক হওয়ার মতো হুমকি নেই জানিয়ে তিনি বলেন, "এই মুহূর্তে আমাদের সার্ভার সম্পূর্ণ নিরাপদ।"
"তবে আমাদের কোনো পার্টনার দ্বারা কোনো ধরনের নেগোসিয়েশন হয়েছে কিনা আমরা সেটি বের করার করার চেষ্টা করছি। যদি এমনটি হয়ে থাকে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তার সকল সার্ভিস আমরা বন্ধ করে দেব," যোগ করেন তিনি।
এদিকে, আজ সকাল থেকেই এনআইডি সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।