ফোক্সভাগেন কিংবা ফোর্ড থেকেও দামি ভিয়েতনামের যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি
ভিয়েতনামের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি ভিনফাস্ট ইতোমধ্যেই দেশটির বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এবার প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে শেয়ারবাজারে রীতিমতো চমক সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভিনফাস্ট মূলত ব্ল্যাক স্পেড অ্যাকুইজিশন কর্পোরেশন নামের একটি কোম্পানির সাথে যুক্ত হয়। আর এতে নতুন যে কোম্পানিটি তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রে সেটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৭০ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের প্রাথমিক মূল্য ছিল ১০ মার্কিন ডলার। গত মঙ্গলবার লেনদেন শুরুর পর শেয়ারের মূল্য বেড়ে দাঁড়ায় ২২ ডলার। আর দিনশেষে লেনদেন বন্ধের সময় প্রতি শেয়ারের মূল্য পৌঁছায় ৩৭ ডলারে।
সার্বিকভাবে ভিনফাস্ট এতোই সুবিধাজনক অবস্থানে রয়েছে যে, বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ফোক্সভাগেন কিংবা ফোর্ডের চেয়েও বেশি। বর্তমানে ভিনফাস্টের বাজারমূল্য ৮৫ বিলিয়ন ডলারেরও বেশি। অন্যদিকে ফোক্সভাগেন ও ফোর্ডের বাজারমূল্য যথাক্রমে ৬৯.৭ বিলিয়ন ও ৪৮ বিলিয়ন ডলার।
ভিনফাস্টের প্রায় ৯৯ শতাংশ মালিকানায় রয়েছেন ভিয়েনামের ধনকুবের ফাম নাট ভুওং। তিনি মূলত ভিনগ্রুপ ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে এ মালিকানা ধরে রেখেছেন।
ভুওং বর্তমানে ভিনগ্রুপ ও ভিনফাস্ট উভয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই স্বাভাবিকভাবে কোম্পানিটির বাজারমূল্য বাড়ার সাথে সাথে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণও ব্যাপকহারে বাড়ছে। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সের হিসেব অনুযায়ী, বর্তমানে ভুওং এর সম্পদের পরিমাণ প্রায় ৪৪ বিলিয়ন ডলার।
ভিনগ্রুপ মূলত ভিয়েতনামের অন্যতম বৃহৎ কংগ্লোমারেট প্রতিষ্ঠান। ২০১৭ সালে কোম্পানিটির সাবসিডারি প্রতিষ্ঠান হিসেবে ভিনফাস্ট প্রতিষ্ঠা করা হয়। এটি স্কুটার, বাস থেকে শুরু করে নানা মডেলের বৈদ্যুতিক গাড়ি তৈরি করে থাকে। বর্তমানে ভিয়েতনাম ও নর্থ আমেরিকায় তাদের পণ্যগুলো বিক্রি করা হয়।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে ভিনফাস্ট পণ্য বিক্রির দিক থেকে শেয়ারের মতো চমক দেখাতে পারছে না। এখন পর্যন্ত কোম্পানিটি বৈদ্যুতিক গাড়ির মোট চারটি মডেল বাজারে এনেছে এবং প্রায় ১৯ হাজার গাড়ি বিক্রি করেছে।
অন্যদিকে ভক্সওয়াগেন চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় ৪৪ লাখ গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৩ লাখ ২১ হাজার।
তবে ভিয়েতনামে ব্যবসায়িক দিক থেকে ভিনফাস্ট বেশ সফল। দেশটিতে কোম্পানিটির গাড়ি প্রায় প্রতি ঘরে দেখা যায়। এছাড়াও কোম্পানিটি প্রায় ৬০ টির চেয়েও বেশি শহর ও প্রদেশজুড়ে একটি বিস্তৃত চার্জিং নেটওয়ার্ক তৈরি করেছে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুতই বৈদ্যুতিক গাড়িগুলো চার্জ করতে পারছে।
যুক্তরাষ্ট্রের বাজারে ভিনফাস্টের গাড়িগুলো আসার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। টেস্ট ড্রাইভের পর কোম্পানিটির বৈদ্যুতিক গাড়ির মডেল ভিএফ ৮ এর সমালোচনা করেছে 'রোড এন্ড ট্র্যাক' কিংবা 'মটরট্রেন্ড' নামের আউটলেট।
আবার অন্যদিকে কিছু ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বাজারে নতুন কোম্পানি হিসেবে ভিনফাস্টের প্রবেশকে স্বাগতম জানিয়েছেন। একইসাথে অনেকেই কোম্পানিটির স্পোর্টস ইউটিলিটি গাড়িগুলোর সক্ষমতারও প্রশংসা করেছেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে এক ব্লগ পোস্টে ভিনফাস্টের পক্ষ থেকে বলা হয়, কোম্পানিটি তাদের গাড়িগুলোর ব্যবহারকারী ও অটোমোবাইল রিভিউয়ার কমিউনিটির ফিডব্যাকের ওপর ভিত্তি করে ইতোমধ্যেই নিজেদের সফটওয়্যারের উন্নতি করেছে।
এছাড়াও শুধু যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বেই ভিনফাস্ট নিজেদের বৈদ্যুতিক গাড়ি বিক্রির ব্যবসা প্রসারিত করতে চায়। তারই অংশ হিসেবে গত জুলাইয়ে নর্থ ক্যারোলাইনাতে কোম্পানিটি একটি ফ্যাক্টরি স্থাপন করেছে।
নতুন স্থাপিত ফ্যাক্টরিটি থেকেই ভিনফাস্ট মূলত যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি তৈরি করে বিক্রি করবে। ভবিষ্যতে ফ্যাক্টরিটি থেকে বছরে প্রায় ১.৫ লাখ গাড়ি তৈরি করা সম্ভব হবে।
ভিনফাস্ট ইউরোপেও নিজেদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে। নিজেদের শেয়ারহোন্ডারদের কোম্পানিটি জানিয়েছে, খুব শীঘ্রই তারা ইউরোপের বাজারে প্রবেশ করতে যাচ্ছে।
তবে ভিনফাস্ট এখনো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি। গত বছরের সেপ্টেম্বর থেকে পরবর্তী নয় মাসে কোম্পানিটি ১.৪ বিলিয়ন ডলার লস করেছে। একইসাথে গত বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কোম্পানিটির ঋণের পরিমাণ ছিল প্রায় ২.৫ বিলিয়ন।