পোশাক খাতের ‘টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’ শুরু ১৩ সেপ্টেম্বর
টেক্সটাইল ও পোশাকশিল্পকে কেন্দ্র করে 'সেমস-গ্লোবাল ইউএসএ' আয়োজন করছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী '২২তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩'। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
একই সময়ে আরও দুটো প্রদর্শনী অনুষ্ঠিত হবে; এরমধ্যে একটি '২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৩-সামার এডিশন' এবং অন্যটি হলো, '৪২তম ডাই+ক্যাম বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো'।
সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী।
সংবাদ সম্মেলনে সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন, এই তিন প্রদর্শনী বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী, যা এ বছর ২২ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
"এটি ক্রেতা এবং সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় মিটিং প্লেস, যেখানে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবে," বলেন তিনি।
এই প্রদর্শনীগুলো মূলত সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ; যা বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।