স্নাতক পর্যায়ে চৌকস, মেধাবী শিক্ষার্থী খুঁজতে টিবিএস গ্র্যাজুয়েটস-এর ‘স্কলার হান্ট’
দেশের স্নাতকপড়ুয়াদের মধ্য থেকে চৌকস ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্ল্যাটফর্ম টিবিএস গ্র্যাজুয়েটস 'স্কলার হান্ট' প্রোগ্রাম শুরুর ঘোষণা দিয়েছে।
শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি করা এ প্ল্যাটফর্মটি ভবিষ্যতের মেধাবী তরুণদেরকে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করবে। আর এটির শিক্ষাবৃত্তি উদ্যোগটি বিভিন্ন বিষয়ে অসামান্য শিক্ষার্থীদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রয়োজনীয় সমর্থন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
উদ্বোধনী মৌসুমে টিবিএস গ্র্যাজুয়েটস স্কলার হান্ট ব্যবসা, স্থাপত্য, এবং প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে।
টিবিএস বিশ্বাস করে, অংশগ্রহণকারীদের জন্য এ প্রোগ্রাম উদ্ভাবন, সৃজনশীলতা এবং উৎকর্ষের একটি রূপান্তরমূলক যাত্রা হবে। সেসঙ্গে তাদের কল্পনাশক্তির বহিঃপ্রকাশ, যুগান্তকারী ব্যবসায়িক ধারণার উপস্থাপন, টেকসই স্থাপত্যের নকশা তৈরি, বা উদ্ভাবনী শক্তি-সাশ্রয়ী সমাধান তৈরির একটি আকর্ষণীয় সুযোগও হবে এ স্কলার হান্ট প্রোগ্রাম।
অংশগ্রহণের মাধ্যমে স্নাতক শিক্ষার্থীরা মূল্যবান শিক্ষাবৃত্তি নিশ্চিতের সুযোগ পাওয়ার পাশাপাশি শিল্পখাতের বিশেষজ্ঞদের সঙ্গে চমৎকার যোগাযোগ গড়ে তুলতে পারবেন যা তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।
এ প্রোগ্রামের প্রতিযোগিতায় বিজয়ী পাবেন এক লাখ টাকার আকর্ষণীয় শিক্ষাবৃত্তি। ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, প্রকৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক যাত্রায় গুরুত্বপূর্ণ সহায়তার উদ্দেশ্যে এ বৃত্তিটি দেওয়া হবে।
১০ সেপ্টেম্বর থেকে টিবিএস গ্র্যাজুয়েটস স্কলার হান্ট-এর নিবন্ধন শুরু হচ্ছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানা ও নিবন্ধন করা যাবে টিবিএস গ্র্যাজুয়েটস-এর ওয়েবসাইটে (tbsgraduates.net)।