সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দ্রব্যমূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে বাজারে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য তৎপরতা চলছে।'
তিনি বলেন, বাজারে অস্থিতিশীলতা রোধে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত মনিটরিং করছে।
তিনি আরও বলেন, বাজারে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমদানি বাধা অপসারণ, শুল্ক হ্রাস, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিককরণ, বন্দরে দ্রুত ছাড়পত্র নিশ্চিতকরণ, এলসি খোলার সঙ্গে সঙ্গতি রেখে পণ্য আমদানি তদারকিসহ সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, চিনি ও ভোজ্যতেলের ওপর আরোপিত শুল্কহার আরও যৌক্তিক করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সড়কে যাতে কোনো ধরনের বাধা না পড়ে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, পোল্ট্রি মার্কেটে অনিয়ম বা একচেটিয়া আছে কি না তা খতিয়ে দেখতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে অনুরোধ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ভোজ্যতেল ও চিনির স্থানীয় বাজারমূল্য আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে সমন্বয় করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, ডলারের দর বৃদ্ধি এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
তিনি বলেন, 'যার প্রভাব মশলাদার পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পরিলক্ষিত হচ্ছে।'
আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২২–২০২৩ অর্থবছরে ভারত, চীন ও পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে মোট বাণিজ্য ঘাটতি ২৩ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে সর্বোচ্চ ৭ দশমিক ১৬ বিলিয়ন ডলার, পাকিস্তানের সঙ্গে ৪৬৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ১৪ দশমিক ২৯ মিলিয়ন ডলার এবং আফগানিস্তানের সঙ্গে ১ দশমিক ৪৯ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে।
অন্যদিকে নেপাল, শ্রীলঙ্গা ও মালদ্বীপের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে ২০২২-২০২৩ অর্থবছরে ১১ লাখ ২৫ হাজার প্রবাসী কর্মী বিদেশে নিযুক্ত হয়েছেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানির জন্য ১৮টি দেশ ও হংকংয়ের সঙ্গে চুক্তি/সমঝোতা স্মারক রয়েছে।
এ দেশগুলো হচ্ছে কুয়েত, কাতার, ওমান, লিবিয়া, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্রুনাই, সিঙ্গাপুর, মরিশাস, কম্বোডিয়া, গ্রিস ও জাপান।
তিনি বলেন, ভবিষ্যতে মাল্টা, আলবেনিয়া, রোমানিয়াসহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তি/সমঝোতা স্মারক সইয়ের পরিকল্পনা রয়েছে।