সোনার দাম ভরিতে ১,১৫৫ টাকা বাড়ল
দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৫৫ টাকা বাড়ছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন এ দর কার্যকর হবে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (খাঁটি সোনা) দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৪ হাজার ৮৬ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।