৭৯ প্রতিষ্ঠান ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানি করবে
দুর্গাপূজার আগে ৭৯টি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার ৯৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতিবেশী দেশটিতে ৫০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে বলে আজ (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই অনুমতি ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
যশোর জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল বন্দর দিয়ে ইলিশ মাছ রপ্তানি করা হবে।
ইলিশ রপ্তানির ক্ষেত্রে সাতটি শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
শর্ত অনুযায়ী, ব্যবসায়ীদের রপ্তানি নীতি ২০২১–২০২৪ বিধিবিধান অনুসরণ করতে হবে। এছাড়া শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি অনুমতি পাওয়া পণ্যের কায়িক পরীক্ষা যথাযথভাবে করতে হবে।
প্রতিটি চালান জাতীয়করণ শেষে রফতানি সংক্রান্ত সব কাগজ ই-মেইল করতে হবে এবং ব্যবসায়ীরা অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করতে পারবেন না।