ম্যাচ পরিত্যক্ত, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিতে বাংলাদেশ
এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সেমিফাইনালে উঠেছ বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিপক্ষে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরেও বাংলাদেশ উঠেছে সেমিফাইনালে। কারণ, র্যাংকিংয়ে হংকং থেকে এগিয়ে থাকার সুবিধা পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে পিছিয়ে যায় সেটি। দুই ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
গেমসের নিয়ম অনুযায়ী, বাছাইয়ে এগিয়ে থাকায় হংকংকে টপকে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। গতকাল ভারতও একইভাবে সেমিফাইনালে উঠেছে মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতে।
আগামী রবিবার ভারত–বাংলাদেশের মধ্যে হবে সেমিফাইনাল। দুই দলের মধ্যকার সর্বশেষ সিরিজটি ছিল বেশ আলোচিত। আবার দেখা হয়ে যাচ্ছে দুই দলের।