ফের সিক্রেট সার্ভিস এজেন্টকে কামড়ে দিল বাইডেনের কুকুর ‘কমান্ডার’
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবারের রয়েছে জার্মান শেপার্ড জাতের দুইটি পোষা কুকুর। আর এই দুটি কুকুরই ঘটাচ্ছে একের পর এক অদ্ভুত কাণ্ড। সম্প্রতি দুই বছর বয়সী 'কমান্ডার' নামের কুকুরটি ফের কামড়ে দিয়েছে এক সিক্রেট সার্ভিস এজেন্টকে। খবর বিসিবির।
গত সোমবার রাতে কুকুরটি এক নারী কর্মকর্তার উপর আচমকা আক্রমণ করে আহত করে। গত মঙ্গলবার সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
তবে এবারই প্রথম নয়, এর আগেও কুকুরটি বেশ কয়েকবার ঠিক একই কাণ্ড ঘটিয়েছে। বিবিসির তথ্যমতে, হোয়াইট হাউজ কিংবা বাইডেনের পারিবারিক বাড়িতে এই নিয়ে মোট ১১ বার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কামড়েছে এই 'কমান্ডার'।
গত জুলাই মাসে অবশ্য হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারির পক্ষ থেকে কুকুরটি পক্ষেই সাফাই গাওয়া হয়েছিল। তিনি বলেন, "আপনারা ঠিক ভালো করেই জানেন যে, আমাদের জন্যই হোয়াইট হাউজের পরিবেশ কতটা জটিল ও চাপের ব্যাপার। সেক্ষেত্রে পারিবারিক পোষা প্রাণীগুলোও অনেক সময় মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। সে কারণে কিছুটা খ্যাপাটে হয়ে উঠে।"
'কমান্ডার' নামের কুকুরটি বাইডেনের পরিবারে পোষা দুইটি কুকুরের মধ্যে সবচেয়ে ছোটটি। এর আগে প্রেসিডেন্ট ও ফাস্ট লেডি জিল বাইডেনের ডেলাওয়্যারের বাড়িতেও কামড়ানোর ঘটনা ঘটেছিল।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি গত মঙ্গলবার বলেন, "গতকাল (সোমবার) রাত আটটার দিকে সিক্রেট সার্ভিসের সাদা পোশাকধারী এক পুলিশ অফিসার কুকুরটির মুখোমুখি হয়। তখন এই কুকুরটি পুলিশ অফিসারকে কামড়ে দেয়।"
পরবর্তীতে অ্যান্টনি গুগলিয়েলমি সিএনএনকে জানান, আহত অফিসারের সাথে সিক্রেট সার্ভিস ডিরেক্টর কিম্বার্লি চিটলের গত মঙ্গলবার কথা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত জুলাইয়ে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছিল, তারা 'কমান্ডার' নামের কুকুরটিকে নতুনভাবে প্রশিক্ষণ প্রদানের চেষ্টা করেছে। কেননা ঐ সময়ের মধ্যেই কর্মীদের উপর কুকুরটির একের পর এক হামলার ঘটনা ঘটেছিল।
কুকুরটি সম্পর্কে জানতে 'ফ্রিডম অফ অ্যাক্ট' এর মাধ্যমে একটি কনজারভেটিভ গ্রুপ সিক্রেট সার্ভিসের রেকর্ড সংগ্রহ করে। সেখান থেকে জানা যায়, গত জুলাই মাস পর্যন্ত কুকুরটি মোট ১০ বার কামড়েছে।
২০২২ সালের ২৬ অক্টোবর ঠিক এমনি এক কাণ্ড ঘটায় কুকুর 'কমান্ডার'। অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে, ফাস্ট লেডি জিল বাইডেনও কুকুরটিকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না।
ইমেইলের মাধ্যমে ভুক্তভোগী এক এজেন্ট বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, কুকুর 'কমান্ডার' তাকে ক্রমাগত আঘাত করতে থাকে। একইসাথে খুব শীঘ্রই অন্য এজেন্ট বা অফিসারের সাথে একই ঘটনা ঘটতে পারে বলে সে আশঙ্কা প্রকাশ করেন।
ঐ ইমেইলের প্রায় এক সপ্তাহ পরেই আরেক অফিসার জানান, তাকে দুইবার কুকুর 'কমান্ডার' কামড়েছে। অন্য আরেক প্রত্যক্ষদর্শী অফিসার জানান, কুকুরটি এতটা হিংস্রভাবে আক্রমণ করেছে যে, তারা নিজেদেরকে বাঁচাতে বাধ্য হয়ে ঢাল হিসেবে 'স্টিলের কার্ট' ব্যবহার করেছিল।
২০২২ সালের ১১ ডিসেম্বর প্রেসিডেন্ট বাইডেনের সামনেই কুকুরটি একজন এজেন্টকে আক্রমণ করে। তখন ঐ কর্মকর্তার হাত এবং বুড়ো আঙুলে কামড়ে দেওয়া হয়েছিল।
ঘটনাটি সম্পর্কে এক সুপারভিজিটিং প্রফেসর বলেন, "বাইডেন সেখানে উপস্থিত ছিলেন এবং কুকুরটিকে খুব দ্রুত থামানোর চেষ্টা করেছিলেন। একইসাথে প্রেসিডেন্টকে আহত অফিসারের কথা ভেবে বেশ শঙ্কিত মনে হচ্ছিল।"
শুধু কুকুর 'কমান্ডার' নয়, বরং বাইডেনের আরেক পোষা কুকুর 'মেজর' কর্তৃকও সিক্রেট সার্ভিসের বেশ কয়েকজন এজেন্টকে কামড়ানোর ঘটনা ঘটেছে। তবে ১৯৪ পৃষ্ঠার ঐ ইমেইলের কোথাও খুব মারাত্মক কোনো ইনজুরির কথা বলা হয়নি।
'কমান্ডার' নামের এই কুকুরটিকে ২০২১ সালে খুবই ছোট অবস্থায় হোয়াইট হাউজে নিয়ে আসা হয়। জো বাইডেনের ভাই জেমস তাকে এটি উপহার দিয়েছিলেন। দুইটি কুকুর ছাড়াও বাইডেনের পরিবারের 'উইলো' নামের একটি পোষা বিড়ালও রয়েছে।