অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থি
নিজের দল রিপাবলিকান পার্টির বিদ্রোহী আইনপ্রণেতাদের উত্থাপিত অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থি।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই প্রথম কোনো স্পিকার অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন।
২১৬-২১০ ভোটের ব্যবধানে হেরে পদ হারিয়েছেন ম্যাকার্থি। রিপাবলিকান এই নেতাকে অপসারণে তার বিপক্ষে ২১৬টি ভোটের মধ্যে ২০৮টি ডেমোক্র্যাট এবং বাকি ৮টি ভোট পড়েছে রিপাবলিকান আইনপ্রণেতাদের কাছ থেকে। আর ২১০ ভোট পড়েছে ম্যাকার্থির পক্ষে।
এ ব্যাপারে ম্যাকার্থি বলেন, "আমি যা বিশ্বাস করি, তার জন্যই লড়াই করেছি। আমি বিশ্বাস করি আমি লড়াই চালিয়ে যেতে পারব, তবে হয়তো অন্যভাবে।"
ম্যাকার্থির পরাজয়ের পর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টিটিভ অন্তত সপ্তাহখানেকের জন্য নেতৃত্বহীন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
একাধিক রিপাবলিকান আইনপ্রণেতা জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর ম্যাকার্থির সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে আলোচনার জন্য বৈঠক করবেন তারা। এর পরের দিন ১১ অক্টোবরের নতুন স্পিকার নির্বাচনের জন্য ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে, সোমবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ম্যাট গেটজ কংগ্রেসের নিম্নকক্ষে ম্যাকার্থিকে পদচ্যুত করার প্রস্তাব আনেন। যার পরিপ্রেক্ষিতেই অনুষ্ঠিত হয় অনাস্থা ভোট।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখার পাশাপাশি শাটডাউন এড়াতে, শেষ মুহূর্তে এসে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভে তহবিল বিল পাসের পর থেকে আলোচনায় আসেন কেভিন ম্যাকার্থি।
আর এই অর্থ বিল নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলের মধ্যে দ্বন্দ্বের জেরে শাটডাউনের প্রায় কাছাকাছি গিয়ে ঠেকেছিল মার্কিন সরকার।
পরে শনিবার কংগ্রেসে বিল পাসের মাধ্যমে শাটডাউন এড়াতে সক্ষম হন মার্কিন আইনপ্রণেতারা। এজন্য কংগ্রেসে স্টপগ্যাপ বিল পাস করান স্পিকার কেভিন ম্যাকার্থি, মূলত যে কারণে ম্যাকার্থির ওপর ক্ষিপ্ত হন ম্যাট গেটজ। এজন্যই তিনি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।