একের পর এক কামড়: হোয়াইট হাউস থেকে ‘নির্বাসিত’ হলো বাইডেনের ‘কমান্ডার’
একের পর এক মানুষজনকে কামড়ানোর ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডারকে হোয়াইট হাউস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফার্স্ট লেডি জিল বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছেন, দুই বছর বয়সি জার্মান শেফার্ডটিকে কোথায় রাখা হবে, তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত সপ্তাহেই হোয়াইট হাউসে একজন সিক্রেট সার্ভিসের এজেন্টকে কামড়ে দিয়েছে কমান্ডার। ওই কর্মকর্তাকে চিকিৎসা নিতে হয়েছে।
হোয়াইট হাউস ও ডেলাওয়্যারের বাড়িতে মিলিয়ে বাইডেনের কুকুর কমান্ডার গত দুই বছরে এ নিয়ে ১১ জনকে কামড়ে দিয়েছে।
বুধবার ফার্স্ট লেডির মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার বলেন, 'প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি হোয়াইট হাউসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। এ কর্মকর্তারাই তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।
'ইউএস সিক্রেট সার্ভিস ও সংশ্লিষ্ট সবাইকে তাদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। কমান্ডার এখন হোয়াইট হাউসে নেই। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।'
কুকুরটিকে কোথায় সরিয়ে দেওয়া হয়েছে কিংবা তাকে পরে আবার হোয়াইট হাউসে ফিরিয়ে আনা হবে কি না, তা জানাননি তিনি।
সিএনএন এক প্রতিবেদনে ১১টি কামড়ের ঘটনার সঙ্গে কমান্ডারের জড়িত থাকার প্রতিবেদন প্রকাশ কিছুক্ষণ পরই হোয়াইট হাউস থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।
তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডার প্রকৃতপক্ষে আরও বেশি মানুষকে কামড়েছে।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব মানুষের ওপর কুকুরটির আক্রমণের জন্য হোয়াইট হাউসে পরিবেশকে দায়ী করেছিলেন। গত জুলাইয়ে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, হোয়াইট হাউসের পরিবেশ অন্যান্য বাসভবনের চেয়ে একেবারেই আলাদা। এখানকার পরিবেশটা বেশ চাপের। এ জন্য এখানে পোষা প্রাণীদের খাপ খাওয়াতে সমস্যা হয়।
বাইডেন পরিবারের দুটি পোষা জার্মান শেফার্ড জাতের কুকুর আছে। এদের মধ্যে কমান্ডার বয়সে ছোট।