‘সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার, কিন্তু আমাদের কিছুই আসে-যায় না’
টানা তিন জয়ে উড়ছে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। বাংলাদেশ জয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে বাজেভাবে হেরেছে। দুই রকম অবস্থায় থাকা এই দুই দল ১৯ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে। গত কয়েক বছরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে পরিণত হওয়া এই ম্যাচের আগে দুই দলের শক্তির জায়গা নিয়ে কাটাছেঁড়া চলছে।
স্টার স্পোর্টসের প্রকাশ করা একটি ভিডিওতে বিরাট কোহলিকে প্রশংসা ভাসিয়েছেন সাকিব আল হাসান। তারকা এই ব্যাটসম্যানকেব পাঁচবার আউট করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন বাংলাদেশ। একই ভিডিওতে সাকিবকে প্রশংসায় ভাসান কোহলি। তার মতে, সাকিবের মতো বোলারের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে হবে। কোহলির সঙ্গে একমত তাদের বোলিং কোচ পরশ মামব্রেও। তার মতে, সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার। অবশ্য তিনি এও জানিয়েছেন, এতে তাদের কিছু আসে-যায় না।
ভারতের বোলিং কোচ বলেন, 'আমরা জানি, সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সে ভালো করেছে, সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। সে খুবই কার্যকর, দলের জন্য ব্যাট করে, ভালো বোলিং করে। পাওয়ার প্লেতে বোলিং করে। সে মানসম্পন্ন বোলার। তাকে সেই প্রাপ্যটুকু দিতেই হবে।'
'তবে আমাদের এতে কিছুই আসে-যায় না। আমাদের জন্য ব্যাপারটা হলো, ওই দিনটাতে আমাদের প্রস্তুতির দিক থেকে এবং প্রয়োগের দিক আমরা কেমন করছি। আমাদের তো ম্যাচ পরিকল্পনা আছে। আমরা যদি আমাদের পরিকল্পনার সর্বোচ্চটা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো করবই। আমাদের মনোযোগ সেদিকেই, নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করা, আর কিছু নয়।' যোগ করেন তিনি।
তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনে ভারতের বিপক্ষে পঞ্চাশের বেশি উইকেট নেওয়া চার বোলারের একজন সাকিব। এবারও বাঁহাতি স্পিন ভারতের জন্য চ্যালেঞ্জিং হবে কিনা, এমন প্রশ্ন করা হয় মামব্রেকে। দিকে। ভারতের সাবেক এই মিডিয়াম পেসার জানান, সাকিবকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তাদের।
বাঁহাতি স্পিন খেলা নিয়ে দলের মধ্যে কোনো কথাই হয়নি জানিয়ে মামব্রে বলেন, ''ব্যাটসম্যান হিসেবে খেললে কখনও না কখনও কোনো বোলারের সামনে ভুল হবেই। কিছু ম্যাচ আপ এর ব্যাপারও থাকে, কার বিপক্ষে কে ভালো বা খারাপ, বিশেষ করে বোলারদের ক্ষেত্রে। তবে সত্যি বলতে, আমাদের এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি।'