চট্টগ্রামে দুই বাস ভাঙচুর, আরও একটিতে আগুন
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি বাসে আগুন ও আরও দুটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, "রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়। আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কেউ ছিলেন না।"
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
এর আগে মঙ্গলবার পাথরবোঝাই দুটি ট্রাক ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।
এদিকে অবরোধের শেষ দিনে চট্টগ্রাম নগরী ও স্বল্প দূরত্বের যান চলাচল বেড়েছে। গণপরিবহনের পাশাপাশি, হিউম্যান হলার, টেম্পু, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার সহ অন্যান্য যানবহনের চলাচলও বেড়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন টিবিএসকে বলেন, "অবরোধের শেষ দিনে নগরীতে যান চলাচল প্রায় স্বাভাবিক। মেনটেইনেন্সের জন্য কিছু গাড়ি ওয়ার্কশপে রয়েছে।"
প্রসঙ্গত, বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে আজ বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে অন্তত ১১টি পরিবহনে অগ্নিসংযোগ ও ৫টিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশ।