রাজধানীর গুলিস্তানে বাসে আগুন
দেশব্যাপী বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানে জিপিওর (জেনারেল পোস্ট অফিস) সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম কর্মকর্তা লিমা খানম।
দুপুর ১টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, আজ সকালে নগরীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লেগে মা-ছেলেসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত মাস থেকে দেশে প্রায়ই ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে আজ দেশব্যাপী হরতাল পালন করছে বিএনপি ও জামায়াত।