রজব আলীর অপেক্ষা ফুরোবে কখন!
অবরোধের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবারেও (২ নভেম্বর) গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।
গাবতলী টার্মিনাল ঘুরে দেখা যায়, প্রায় অর্ধেক কাউন্টারই বন্ধ। নেই যাত্রীও। যে দুই-একজন যাত্রী আসছেন, তাদেরকে খোলা কাউন্টারে গিয়ে বাস ছাড়ার বিষয়ে খোঁজখবর নিতে দেখা গেছে।
এখানেই সকাল ১০টা থেকে ঝিনাইদহ যাবার জন্য অপেক্ষা করছেন রজব আলী।
'তাবলীগের দাওয়াতে' এর আগে ৪০ দিন ছিলেন ফেনীতে। এরপর টঙ্গীতে শপথ শেষ করে গাবতলী এসেছেন বলে জানান।
রজব আলীর সঙ্গে আছেন আরও চারজন। রজব আলী বলেন, "আমরা সকাল ১০টায় এসে শুনি গাড়ি যাবে না। খবরে দেখেছি গাড়ি চলবে তাই এসেছিলাম।"
"এখন কাউন্টারে খোঁজ নিয়ে জেনেছি রাতে গাড়ি ছাড়তে পারে। সারাদিন কাউন্টারে বসে থাকতে হবে আমাদের। আমরা চাই শান্তিপূর্ণভাবে সব সমাধান হোক, গাড়ি চলুক", যোগ করেন তিনি।