৫ম দফা অবরোধ: সারাদেশে ১২ যানবাহনে আগুন
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত বিএনপি-জামায়াতের ডাকা ৫ম দফা অবরোধে সারাদেশে মোট ১২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
এরমধ্যে ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ২১টি ইউনিট এবং ১১৬ জন কর্মী আগুন নেভাতে কাজ করেন।
এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটির মধ্যে আগুন লাগার কোনো খবর না পাওয়া গেলেও ঢাকা বিভাগে দুটি অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
বুধবার (১৫ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রামের ওয়াসা মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা দুটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এতে ট্রেনটির দুটি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশ সিসি ক্যামেরার আওতায় বাইরে ছিল।
ভোর ৩টায় খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা দ্রুত স্টেশনে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
এছাড়া বরিশাল, রাজশাহী ও সিলেটে অগ্নিকাণ্ডের অন্যান্য ঘটনাগুলো ঘটেছে।
এর আগেও বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।